স্বাগতম আপনাদের সবাইকে আজকের নতুন এই আর্টিকেলে। বর্তমানে জিনিসের দাম যেভাবে বাড়ছে কমছে তার জন্য আপনাদের অনেকেরই প্রত্যেক দিনই  প্রশ্ন থাকে আজকে এটার দাম কত হয়েছে কাল কোটার দাম কত হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো আজকের এই আর্টিকেলে আমি আপনাদের জানাবো আজকে অর্থাৎ ১৪ ই আগস্ট এ চিনির এবং লবণের দাম কত।


১ কেজি চিনির দাম কত 


চিনির বর্তমান বাজারজাত মূল্য নিম্নে তুলে ধরা হলো -


চিনি

দাম

১ কেজি কলা চিনির দাম 

১৩০৳

১ কেজি প্যাকেট জাত চিনির দাম 

১৩৫৳


ফ্রেশ চিনির দাম কত?

আপনারা জানেন যে, প্যাকেট জাত চিনির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি চিনি হল fresh চিনি। 

প্যাকেট যা চিনির দাম 135 টাকা নির্ধারণ করা হলেও এই চিনি আজকে বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। হয়তো দু একদিনের মধ্যে এই চিনির দাম 5 টাকা কমে 135 টাকা হয়ে যাবে। 

লাল চিনির দাম কত 


বাজারে থাকা প্যাকেট জাত লাল চিনির দাম এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা করে। আর খোলা লাল চিনির  সঠিক তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই তবে আপনারা হয়তো এটি ১৫৫ টাকা করে পেয়ে যেতে পারেন।