স্বাগতম আপনাদের সবাইকে, আজকের আর্টিকেলে  আমি আপনাদেরকে শিখাব কিভাবে আপনারা ইউটিউব Shorts ভিডিও মেক করে। 

প্রথমে আসি  আপনারা কিভাবে আপনাদের শর্ট ভিডিও গুলোকে ভাইরাল করবেন এবং আপনার brand value কিভাবে বাড়াবেন। এর জন্য আপনাদের করতে হবে কিছু ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হবে। এখন হয়তো আপনারা বলবেন যে, কিভাবে ট্রেনিং বিষয়গুলো পাব এবং  কিভাবে এগুলো নিয়ে কাজ করব। এজন্য আপনাদের ফলো করতে হবে কিছু Shorts ক্রিয়েটরদের। যাদের market এ  একটি brand value  রয়েছে।আপনারা দেখবেন যে, বর্তমানে কোন একটা জিনিস ভাইরাল হয়েছে তারা সেই বিষয়ে টাকে কেন্দ্র করে একটি শর্টস ভিডিও বানাচ্ছে অথবা কোন একটি মিউজিক বা সং ভাইরাল হয়েছে তারা সেটাকে কেন্দ্র করে একটি শর্টস বানাচ্ছে। ভিডিও বানাতে পারেন আপনিও সেটাকে কেন্দ্র করে শর্টস ভিডিও বানাতে পারেন এবং সেখানে কিছু ইউনিক টাচ দিতে পারেন। 

এখন আমরা আলোচনা করব shorts ভিডিও টাকে কেন্দ্র করে কিভাবে আপনারা earning করতে পারবেন। তো আমরা আলোচনা করব দুইটি পপুলার মাধ্যমে নিয়ে। একটি হচ্ছে ইউটিউব মনিটাইজেশন ও অন্যটি হচ্ছে অ্যাপিলিয়েট মার্কেটিং। 


YouTube Monetization: আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে, ইউটিউব আপনাদেরকে শর্ট ভিডিও মাধ্যমে চ্যানেল মনিটাইজেশনের একটি সুযোগ রেখেছে, কিন্তু আপনাদেরকে এখন অনেক কিছুই শেয়ার করব যার মাধ্যমে শর্ট এবং লং ভিডিও যার মাধ্যমে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। আগস্ট মাসের, ইউটিউবের নতুন আপডেট এসেছে যেখানে আপনি আপনার long ভিডিওতে শর্ট ভিডিওর মাধ্যমে ট্রাফিক পাঠাতে পারবেন। ধরুন আপনি একটি লং ভিডিও বানিয়েছেন  এর মধ্যে কিছু ইন্টারেস্টিং part তো আছেই। সেই ইন্টারেস্টিং পার্টগুলোকে আপনি শর্ট ভিডিও আকারে ছাড়লেন আর সেই শর্ট ভিডিওতে আপনার যেই ফুল ভিডিওটি আছে সেটির লিংক  অটোমেটিক ভাবে চলে আসবে। আর আপনার ভিডিওটিকে শর্ট ফর্ম  বানানোর জন্য আপনাকে অন্য কিছু ইউজ করতে হবে না আপনি এটি ইউটিউব থেকে করতে পারবেন। 



Affiliate Marketing: আপনি যখন আপনার চ্যানেল ও আপনার নিজের brand value বাড়াবেন। তখন আপনি এই জিনিসটি করতে পারবেন। আর এখান থেকে YouTube monetization এর থেকেও বেশি আরনিং করতে পারবেন। ইউটিউবে যারা content creator হিসেবে আছে তাদের বেশিরভাগেরই focus থাকে affiliate marketing এর প্রতি। আপনি যখন কোম্পানিদেরকে একটি ব্র্যান্ড ভ্যালু দিতে পারবেন তখন কোম্পানিগুলো আপনাকে তাদের প্রোডাক্ট কে প্রমোট করার জন্য আপনার কাছে আসবে। আরে এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা যদি ইউটিউবে Ashish chanchlan,  carryminati, maxtern এদের ভিডিও গুলো দেখেন দেখবেন তারা তাদের ভিডিওর এক পয়েন্টে গিয়ে কোন একটা বিষয় নিয়ে কথা বলে যা ওই ভিডিও রিলেটেড না। সেখানে তারা আর অন্য কিছু করেনা বরং তারা ওই জিনিসটাকে প্রমোট করছে এবং তাদের ওই প্রমোট করার জন্য কোম্পানি তাদেরকে খুব ভালো এমাউন্টের টাকা তাদের প্রোভাইড করে।





Tags: টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে, অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে, ফ্রিতে টাকা ইনকাম, টাকা ইনকাম করার অ্যাপ ২০২৩, প্রতিদিন ১০০০ টাকা ইনকাম, প্রতিদিন ৫০০ টাকা ইনকাম কি ভাবে করবেন, মোবাইল দিয়ে টাকা ইনকাম